কালের ঘটনার ঘনঘটা
এ যেন নানান বর্ণচ্ছটা ;
এমন কিছু নূতনত্ব নয় -
এ ধারা সদা বহমান ,
যার যেমন বোঝার মান ।
সবই ধরে ভাবনায় ,
সে বোধ-জ্ঞান মুখ্য
আমরা হই উৎফুল্ল
আহ্লাদে হাসি- খেলি
নিয়তি যেন সুখ-দুঃখ ।
আরাধনা, যপ-তপ, উপোষ
ভাবনা ভরা মন কত ;
সুযোগ সন্ধানী হয়ে বুনোমোষ
কেল্লা ফতে করে যত্তো ।
আবহমান কাল বসবাস
গায়ে লাগে না ভিন্ন বাতাস ;
অবোঝা এ বিচিত্র রং ,
ফাঁকে আমরা সাজি সং ।
(১৮-১১-২০২৪)