কিছু আছেন জ্ঞান পাগল
কবিতা নিয়ে থাকেন ,
আজ কত জন মিডিয়ায় ভাসে -
সে পথ রেখে কবিতায় আসেন
এহেন তুচ্ছ কবিতায় মাতেন ;
আজ নয় কি এটা ধাঁধা-গোল !
বিরল হতে চলছে বই পড়া -
মস্তিষ্কে ধরছে জং- দোরগড়া ;
জ্ঞানের উৎস শোনা, দেখা ছবি -
মুঠোফোনে শিক্ষা, বাড়ছে- হবি ।
ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ
বর্তমান ভাবনায় ধরে জেদ ;
ভবিষ্যৎ তরে না কোন খেদ -
ঘড়ির কাঁটা, সময় বলে দেয় ,
ব্যাতিক্রমী কিছু কবি পাগল !
সমাজ-বুকে নব নব ভাবনায়
সৃষ্টির যেন পেয়ে মনোবল ,
চিন্তায় মশগুল, ফুটুক ফুল -
সুগন্ধে ধরণী হোক আকুল ।
(১৭-১১-২০২৪)