এতদিন জীবন কাটায় সুখে- জলে ,
কি সাংঘাতিক দহরম-মহরম কুমিরের সাথে -
একাত্মায় খায় গদগদ হয়ে, একই পাতে ।
যেমনি উঠেছে ডাঙায়
কুমিরকে চোখ রাঙায় !
এমনি ধারায় স্বার্থী, আগে বেড়ে যায় ;
এবারও অসম্ভব সুখ ছা-বাচ্চায় ।
ভবে ,রাখতে চাইলে সুকৃতি
এটাই আগে বাড়ার উত্তম নীতি ,
ভরে যাও সর্বত্র মাঠ-ঘাট ,
সুযোগে খ্যাল, সপ্ট এবং প্রেসার কার্ড ।
(২১-০১-২০২৫)
তাস খেলার নিয়ম- যে চতুর সপ্ট কার্ড খেলে দান ছেড়ে দেয় । আবার সময়ে প্রেসার কার্ড খেলে দান তুলে নেয় ।