অকাল বরিষণ, জল প্লাবন
বহে পবন সশব্দে শন্-শন্  ,
ডোবে ডোবে নাও যখন-তখন
কাণ্ডারীর ধৈর্যের প্রয়োজন ।

ঝড়ের গতি বেতাল-করাল
একা কাণ্ডারী অক্ষম সামাল ।
ডুবো ডুবো নাও সলিল সমাধি
যেতে কেন দেবে সে- অবধি ?
কাতর আর্তি তার আহবান
নব নব যুবক হও আগুয়ান ,
আসো বিপদে, একছত্র তলে  
হয় কর্মসিদ্ধি চেষ্টায় সকলে ।

উদ্বিগ্ন যাত্রীর প্রতিজ্ঞায় -মনন
বাঁচাতে হবে, বিপর্যস্ত জীবন ।

(ইং-০৫-০৫-২০২০)