বানর আর মানুষে অনেক মিল
সহজে মানে না তারা হার ,
পরিস্থিতি, যাচতে সক্ষম তার
আছে কুটকুট ভরা
শুদ্ধ স্বতন্ত্র বিচার  ।

বাৎলালে সহজ উপায়
যাবে না সে পথে
মনে বিচার পোষণ ভিন্নতায়
গাধা যেমন ঘুলিয়ে খায় জল -
সে ভাবে তারাও মাতে ।

জানা যদিও মানুষ্য-পতন কারণ ;
জানা নেই , কেন বাড়ছে না বানর !
মানুষ ভিন্ন রূপ , খুব বাড়ে
অবাক লাগে তার বৃদ্ধির হারে !
এত করেও ব্যবহারিক অনুরণন
কপি স্বভাব যেন মন-অন্তঃকরণ ।

(১৯-০১-২০২৪)