বেগুনে কি তেল খায় -?
না-- তেলে বেগুন খায়
এত সহজ কথাটা আসে না মাথায় ,
বুঝতে হলে জ্বলতে হবে বেগুন ভাজায় ।
হিংসা বাড়লে দেশ সম্মুখে ধায় ,
আর খুব তার উন্নতি-প্রগতি হয় !
তাই এ কর্মে তথা কথিত
গুণী-মানী তারা লেগে রয় ,
কতশত অহরহঃ উস্কানি দেয়
এ নাকি মানব ধর্মের জয় !
করেও দেখেছে ,আগে বিপদ
তবু নেশায় ছাড়বে না এ আপদ ,
কারণ, ধর্মের ঘৃণ্য- ব্যাখ্যা –
দূর করে না এ অন্যায় শঙ্কা ।
আরো এমনি মান্যতা লেখা ভালে
সবদোষ যাবে সেরে এককালে ,
যার যার সারা , নিজ তীর্থ বা মক্কা ।
বাস্তবে সত্যতার হয় না যাচাই -
তাই, গোলক ধাঁধাঁয় ঘুরছি সবাই ।
(১৫-০১-২০২৫)