দু’টি দেশ, শান্ত ছিল পরিবেশ ,
ছিল মহান সে বিপ্লবীর সন্দেশ ,
“এবার সংগ্রাম ,স্বাধীনতার সংগ্রাম” ।
এখন সুখের পায়রা ,কিছু পথ হারা -
বধ্যভূমির আমন্ত্রণ, -তার গণবেশ !
আজ নব স্বাধীনতা ,ভাঙ্গ সে পিতা
মূর্তি হেতু ! আর নয় পরাধীনতা ,
টাকায় ছবি দেখব না তাঁরে ,
আর না চলা তাঁর আদর্শ ধরে ।
হিন্দু ভারতীয় ,আমরা আরবীয় -
তাঁর গান, যায় বুঝি মান !
উর্দুতে হবে কথা ।
করো বিরোধ সৃষ্টি ! পালটাও কৃষ্টি -
যদি চাও উন্নতির আত্ম সন্তুষ্টি ?
ডাক সে জিন্না, যার দয়ায় এ বন্যা ,
আজিকের ক্রান্তি ! সবার হোক জানা ।
আমরা প্রতিজ্ঞ, মুছে- পুরাতন অজ্ঞ ,
হোলি জালাও , পড়শী ধ্বংসযজ্ঞ ;
আল্লাহ নামের বাঁধক সে ফন্দা !
যার জন্য মন্দা, পাকিস্তান বন্ধ্যা –।
পেতে ত্রাণ সুযোগে ভরা আসমান ,
জাগ !জাগ ! ভাই, হয়ে বলিয়ান
বিছাও জাল, ধরো ধূর্ত চাল -
ঢালো বিষ সাম্প্রদায়িক হলাহল !
(০৮-১২-২০২৪)