শাসনতন্ত্র , ধরে অহংমন্ত্র
তিনি হন রাজা- শোষণযন্ত্র ,
দোষণে উচিত নয়, বৃথা ক্ষোভ পোষণ ,
একই ধারা বয়, তাঁকে মানতে হবে সুজন ।
কেরামতি যে জনতার ভোট
জয়ী হতে চাই অনৈতিক জোট ,
পরের ঘাড়ে বন্দুক রেখে- দক্ষ শিকারী
কত আমলা সেলাম করেন পাঁচটি বছর ধরি ।
এই তো ধারার জীবন-- আহামরি !
চারিদিকে ঢেউ, ভরা ক্রন্দন
উন্নতির কাজ বাকি- অগনন ,
আদেশ, করের চাপ সীমাছাড়ি ।
শাসকের আয়াসপেয়ালা ভরতে
জনগণের নাভিঃশ্বাস ওঠে চারিভিতে ।
(২৮-০৬-২০২৩)