নানা দেশে নানা রূপে গণতন্ত্র ,
কোথাও পরোক্ষধারা প্রধানকে নির্বাচন
কোথাও প্রত্যক্ষ ভোটে অধ্যক্ষ উদয়ন ,
দু’টি বিষয়ে জনতাই নেয় যত্ন ।
একার বাহুবলী তন্ত্র -রাজতন্ত্র হয় খর্ব
অশেষ কর্ম-প্রচেষ্টায় প্রপ্তি এ ধারা -
উদগমে মানবের বুকে আজ গর্ব ।

রাজা মহান, ঈশ্বরের অবদান
এ সব কথা আজ মাঠেমারা-হাতপা ঝাড়া
তাঁর ভাগ্য বিধাতা আপামর জনগণ ;
তাই দেখা নিয়মে- ভোটকাতারে
জনতা দাঁড়িয়ে সব কাজ ছেড়ে ,
চায় এক শাসক যে হবে সবার আপন ।

(১৩-০৭-২০২৪)