ক্ষমতার সে রক্তবীজ শাসকে ,
যদি ভরে ওঠে মন দুর্নীতির পোষাকে ;
ছিল না খারাপ সে গত রাজতন্ত্র ,
কেবলি যার ছিল, শোষণকারী মন্ত্র ।
ভোটে এত খড়কুটো পুড়িয়ে -
কত সময়-শ্রম-অর্থ-জ্ঞান উড়িয়ে -
কত প্রাণ অকালে করে ধ্বংস তার ,
কার শ্রাদ্ধে দেশোদ্ধার ?
অবাক লাগে এ গণতন্ত্রের চেহারা
বহুবর্ষ পার এখনো হল না যোগ্য তারা ।
(১৩-০৭-২০২৪)