শাসনতন্ত্রের খবর, জনতার
সবার আছে বাস্তবে জানার ,
হয় না সব কাজে চমৎকার !
নেতা নয় গিরিধর, উঠাবে পাহাড় ।

গল্পে ও হাতে কলমে
ভিন্নতা, প্রতিটি করমে ;
বোঝাবুঝি নিয়ে আমরা মুখরা ,
অপকাণ্ড করে বসি অতিমাত্রা ।

জন সমর্থন বিনা
নেতা কোন কিছু পারে না ,
মৌনতাও পথ করে দেয় নেতার -
অশুভ কুদৃষ্টির সুযোগ- আনার ।

সমাজতন্ত্র -সাম্যবাদ অনেক দূর ,
আগে তো জাগৃতি আসুক সেবা সুর ;
নাগরিকের বোঝা দরকার -
কারা করে ছল, ঘনঘোর মিথ্যার !

(১৩-০৭-২০২৪)