মানুষের সর্ব সুখ শাসন ব্যবস্থা নিয়ে ,
এমন কি দেশের অবস্থার পর
জীবনের বহুবিধ ঘটনা ও আচার
নড়বড় হলে দেশ, সময়ে হয় না বিয়ে ।
দুষ্পরিণাম সামনে বিদ্যমান
তবুও মানুষে আসছে না জ্ঞান !
অবনতি- উন্নতি সবই শাসন নির্ভর
তবু সমবায় না চেষ্টা দেশকাল সুধার ,
ভাবনা ,রাজাই সব এনে দেবে শান্তি
এমনি জনভাবনা মূর্খতা ভাতি ।
একমাত্র সাম্যবাদী বিচারে সে শাসক
হয় তো বা গড়ে, জনদরদী পৃষ্ঠপোষক ।
আবার অতি সুখ পেলে জনগণ
সাম্যবাদের বিরুদ্ধ আনে সমন ।
আগে চাহিদা উঠুক জনতার
তারা কাকে নিয়ে চালাবে ঘর ।
(১৫-০৭-২০২৪)