আজ রাজতন্ত্র চলে গেছে -
তাদের মৃত্যু, অনেক নীতি মুছে ;
নামে যা কিছু আজ বেঁচে -
তারাও গণতন্ত্র নিয়মে সেজে ।

অতীতের ঐ রাজতন্ত্রের স্বরূপ -
আজও ভয়ে কাঁপে বুক !
সমাজে কি রকম পড়ত সে ছাপ
রাজদর্শনে ভরে উঠত কাঁপ !

নজরানা নিয়ে কুরনিশ করতে করতে
উঠত ব্যথা, কোমরটা ঝুঁকে ;
ফিরতেও তাই, রাজার দিকে মুখ চাই ,
চিছপা- অনিয়ম হ’লে রক্ষে নাই !
মুড়েছ কিনা পিছন ফিরে -
শূলে প্রাণটা নেবে কেড়ে ।

(১২-০৭-২০২৪)