লঙ্কায় যে যায় সে হয় রাবণ !
যদিও সত্য এটা অনুভবি কথন ।
আগে এ ধারার বিনাশটা চাই -
ত্যাগী দরদী জনসেবী যেন পাই ;
আরোহন সিংহাসনে নৈতিকতাটাই ,
প্রমাণ দিক কর্ম-কাজে তার সচ্চাই ।
তাঁকে হতে হবে সজ্জন- কর্মঠ্ ,
একা না পারলে, বাঁধবে জোট ।

ক্রূর পুঁজিবাদ সে তন্ত্র, মিষ্টভাষী ,
বিষেভরা দাঁত যেন সর্প-আশী ।
ভোটে ডাকা- খাল কেটে কুমির ,
তার উপস্থিতি জন্য ঘনঘোর তিমির ;
বেড়ে ওটা মহীরুহ তার জড় ভরে -
অমানবিকতাবিষ ছড়ায় ত্রিভুবন ’পরে ।

এক বাড়ে, ন’জন মরে অনাহারে ,
এ তন্ত্রের রাজ চলে বৈষম্য ভরে ।

(১৩-০৭-২০২৪)
জোট  > Syndicate যৌথ শাসন ব্যবস্থা । আশী > সাপের দাঁত ।