দু’টো দল, নীতি ও বিপরীত
এক চায় শিক্ষা, জন উন্নতি ,
অপর চায় লোক মূর্খ হয়ে
চিরদিন করুক তারা বসতি ;
সবকর্ম-কাজে ভরা তার দুর্নীতি ।
জনতন্ত্র চলে জন আন্দোলনে ,
দাবি নিয়ে জনতা, মুখর সেথা -
অন্যথা সে তন্ত্র নিঃস্ফলা বৃথা ;
শান্ত, সরলার সুযোগ নিয়ে তন্ত্র
গড়ে ওঠে এক শোষণ যন্ত্র ।
দাবি নিয়ে লড়বে জনতা হরসম্ভব
তবেই সফল গণতন্ত্র-- বাস্তব ।
পুঁজিতন্ত্র স্বভাবধর্মে নির্দয়ী- আবার
কেন সে ছাড়বে ? মুখগ্রাস-আহার ।
(১৩-০৭-২০২৪)