সাম্যবাদ যে জনতা চায় না -
সাধারণের চিন্তা কক্ষনো নয় ;
আগে পুঁজিতন্ত্রের ধ্বংস রূপ
বেশি লোকে জ্ঞাত নিশ্চয় ।
সে পুঁজিতন্ত্র তার বিরুদ্ধ
কাউকে যেতে দেবে না ;
নিয়ে ছল-বল-কৌশল -
ধনী গড়ে মনচাহা স্বপক্ষের দল
এ বিষয়ে কম লোকের জানা ।
উপরে সাধু , ধূর্ততা চাল
আরো শোষণ রূপ, বিকরাল ।
ধনী জ্ঞাত তার সুখের খবর
কেন খুঁড়বে নিজে নিজ কবর ?
কাজে লাগায় আস্থাশক্তি
জীবনাচারে দেয় তার গতি ;
ইহকাল-পরকাল দোহাই দেয়
ডোঙ্গী সেজে ঢাকঢোল পেটায়
মানুষের মনে ভরে ভক্তি ।
সকল করম অপঃচেষ্টায়
অপহরণ, প্রলোভন ভয়
অযাচিত অনৈতিক কর্মকাণ্ড
এ বরাদ্দে করে অর্থ অপচয় ।
জালে বিদ্ধ মাছ কি দশা তার !
পুঁজির ষড়যন্ত্রে জনতা -
অসহায়, হিতাহিত হারায় ,
ধ্বংস হয় মানবিক সততা ।
(১৫-০৭-২০২৪)