টাকার দাম কমছে, ডলার রাজা
আমরা আছি মুগ্ধে , সাধু সাজা ,
সে ডাকাত এসে করে নস্যাৎ
লুঠছে সে খাদ্য আড়ত ।
জ্বলে না হাঁড়ি -শুকায় নাড়ি,
চারিদিকে চল, ডাকাতি ভারী ।
সময়ে মাথা করে না কাজ
কম উপভোগের ভোগ্য সাজ ।
ডাকাত দূরিতে আছে কী উপায় ?
প্রভু ডাকি, মন ভরা মায়ায় ,
কতজন নীরবে করছে হায়-হায় -
নিজ ঘরকে নিজে, করছি ক্ষয় ।
মাথার জ্ঞান-বুদ্ধি- গুণ ছন্নছাড়া –
আপসে,দ্বেষ-বিদ্বেষে আত্মহারা ।
কোথায় লড়তে হবে, কোথায় লড়া ?
ডাকাতে আসক্ত, চিন্তা-ছাড়া -
প্রতি পল-পল ডাকাতের প্রহার
আপসে কলহ, মহা মাতব্বর ।
(১৫-০১-২০২৫)
আড়ত > ভান্ডার ।