পিষছি জাঁতার দু’পাটে, অহরহঃ ;
একদিকে প্রতিবাদে, পড়ে চপেটাঘাত  
অপরদিকে সৎকর্মেও মেলে না ভাত ;
যাব কোথায় ? চিন্তা আসে না মাথায় ,
বিপদ আশঙ্কায় -হৃদয় কাঁপায় ।
না মুক্তি, না তার দয়ামায়া-করুণা
জাঁতার পাট দু’টির ঘূর্ণন থামে না ,
তার পেষণে মেলে অশেষ যাতনা ।

অজানা পথ , কাকে ডাকা ?
আস্থায়ও আবার ভরা শঙ্কা -
চাইলে এত হাজার হাজার বছর পর
মঠ-মন্দির-মসজিদ-গির্জা
জগৎ উদ্ধারিতে সর্বগুণে হ’ত সুন্দর ,
দিত নিশ্চয়- শান্তির সুখবর ;
তারা, সমূলে সাফ করত, সমস্ত শয়তান -ইতর ।

ধর্মস্থানে আছেন স্বয়ং ভগবান
শীতল ছায়ায়, তাঁর অবস্থান ,
আরো সুখনিদ্রায় তন্ময়ে- ধ্যান !
যদিও মানুষ বাঁধা আস্থা বিচারে ,
ব্যাতিক্রমে কিছু বলতে গেলেই
আমাকে কুকুর বলে ছাড়ে ,
কত অকথ্য গালি ! রোজ আসে কর্ণ কুহরে ।
দেখি না আগে ফলটির আশা- শুভ ,
আমি, জাঁতার দু’পাটে পিষছি অহরহঃ ।

(২৫-০৯-২০২৪)-