মানুষের মস্তবড়ো গুণ, আচরণে হাবভাবে সুবোধ ,
অন্যায়কে করে প্রতিরোধ, অসত্যকে বিরোধ ;
সর্বমঙ্গলে তাঁর প্রাণমন জন তরে করে অর্পণ ,
চায় ,বিশ্ব গড়ে উঠুক এক সুখময় ভূবন ।
নিষ্ঠুর ডাকাত, অত্যাচারী নিজের সুখে -
সে যে নির্মম অনুভূতিহীন পর দুঃখে -
সদা বাহার যেন অত্যাধিক সে খুশ ,
তকে ঘৃণা করে প্রতিটি মানুষ ।
অথচ অহিংসার পথিক তাঁর তরে না নতঃমস্তক ,
কলহ-গৃহে, রূপে দেবতা পূঁজিত না সে সাধক ।
দেবালয়ে শুদ্ধতায় খুব আনাগোনা চতুর্দিক ,
মানে না তারা উপকারীকে কাজেতে সঠিক ।
আকাজ-কুকাজে আরো ইতর বড় শোভা
গুণে কমি বাঁচার সে পথ,আর্তরে না সেবা ,
মদমত্ত, ঘৃণ্যকর্মে কত কত ধরে শোভা ;
আরো যদি হয় জ্ঞানে অন্ধ ও বোবা ,
অসম্ভব !পাপ দূর -তওবা তওবা ।
(ইং-২০-০৪-২০২০)