বহু সংখ্যক হিন্দুর এলাকা ,কয়েক ঘর মুসলিম ,
মুসলিমের মিষ্টির দোকান,- চলে ভাল ;
সব প্রকার গ্রাহক সন্তুষ্টির-ফল -
রুচির গ্রাহকের আছে খেয়াল -
দোকানের সুস্বাদু মিষ্টির দেয় দাম ,
ভীড়ও জমে সেথায় সকাল শাম ।

এত বিক্রি- আয় দেখে এক শয়তান !
ঘুম যায় উড়ে, কুবুদ্ধিরে দেয় শান ।
ছুটির সকালে, দোকানে বসে খায় জিলিপি ,
হাতটা ধোয় না ! সামনের দেয়ালে মোছে ।
ভন্-ভন্ করে মাছি,- সেথা ওড়ে ও বসে
অনেক মুসলমানের মুরগি তারা ছুটে আসে ,
লাফিয়ে বেশ করে খায় মাছি -
পাশের বাড়ীর হিন্দুর কুকুর, মুরগি ধরে মারে ,
অসহ্য ! দোকানী কুকুরের মাথায় দেয় লাঠির ঘা -
সাথে সাথেই কুকুর পায় অক্কা ।
কুকুর মালিক, দোকানীকে করে প্রহার ,
আসে পাশের মুসলমান ঝাঁপিয়ে পড়ায় -
কুকুর মালিক হয় সংহার !
তারপর পাড়া শুদ্ধ দাঙ্গা-
আগুন- মারকাট,  জনহানি চারিপাশে !
শয়তান দূর থেকে- এসব দৃশ্য দেখে -
তার কর্মে সে কৃতকার্য ! মিটিমিটি হাসে ।

(০৩-০১-২০২৫)