জগতের, জীব-প্রাণী সর্বকালে ,
সর্বদেশ-সমাজের লোক -
কিছু থাকে জোঁক -!
পর রক্ত খায় ,আনন্দ পায়,
খেয়ে খেয়ে মোটা হয় ।
তার অমৃত পানেও বিষ উদগিরণ -
ভাবে, উত্তম এমনি বাঁচার ধরণ ।

আবার বহু করে পর উপকার ,শুধু উপকার  ,
সমাজের সর্ব মঙ্গলে সর্ব জীবের ,
চায় কেবল জয় আর জয়-জয়কার ।
তাঁরা বিষপানেও প্রতিদানে দেয় অমৃত ,
থাকে তৎপর ব্যথিতের মুছাতে দুঃখ-ক্ষত ।

মাঝখানে বেচারা—তালকানা ,
জীবন বোয়ে বেড়ায়- পায় শুধু যন্ত্রণা ।

(২৩-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,