এটা ব্যাধি ! না উত্তেজনা ?
রক্ত দেখলেই হারাই চেতনা ,
ভাবি, এই মহা রক্ত ক্ষয়
এল বুঝি ক্রান্তির সময় !
ভেবে পাই না মুখ্য কারণ
উড়াতে থাকি বিজয় কেতন !
ভাবি না সাত পাঁচ
এ তো নয় আজ -
কোন চক্রান্তকারীর মহাপ্যাঁচ ?
তারা প্রতিহিংসায় গড়ে ঘাঁটি
সুযোগে চিতায় স্যাঁকে রুটি ।
ক্রান্তি, গাছের কীটদংশ- বা
নয় অপক্ক, সে ফল রোগা ,
ভবনার শুভবুদ্ধির হলে ক্ষয়
ধারণা, ঝরঝর ঝরবে অতিশয় ।
ক্রান্তি- ক্রান্তি , উন্মাদ বিচার
আবেগে ঝাঁপিয়ে পড়ি হাজার !
সুসংঘটিত সে রক্তের পরিণাম
ক্রান্তির পথেই ফলে শুভকাম ,
বন্যা-জলে ধুয়ে-মুছে জঞ্জাল
আনন্দে উদ্ভাসিত হয় রাঙা সকাল ।
(০৩-০৩-২০২৫)
শুভকাম > শুভকর্ম ।