কোন কারণে- দুর্দিনে, পাছায় হ’ল ঘা ;
অশেষ যন্ত্রণা !কত ডাকি প্রভু ,
ধর্ম করেও শান্তি পাই না বাপু -
সে ক্ষত আরো বাড়ে অমাপা !
এখন কি করে রই সুখে ?
ক্ষত বেড়ে-বেড়ে আজ বুকে ,
বড় মত হবে অস্ত্রোপচার -
জীবনে আগে সুখ কি থাকবে আর !
আছে ভরসা- দায়ী করে -
চালাব মকদ্দমা ,
ঘটনায় রং মিশিয়ে পরাব জামা ,
শান্তির পড়শীকে হবে টানা ;
ক্ষতি পুরণ দেবে সে -
আমার কষ্টের মুক্তি হবে এ-তে ।
(১৭-১২-২০২৪)