হে নেতাজী ! তোমার মত এখনো কেহ এলো না ,
তোমার বিচার -চরিত্র- উদ্দেশ্য সৎ-পবিত্র মনা
তুমি যদি থাকতে , এ দুর্দিন দেখতে হত না ;
তোমার প্রতিভা, শাসনের ভূমিকা বিশ্ব জুড়ে নাম
আজ ভারত হ’ত তোমার জন্য, এক স্বর্গধাম ।
আফসোস করে কাটে সারা জীবন
আজ প্রায় তোমাকে ভুলতে বসেছে জনগণ ,
দুর্নীতি-ধাপ্পাবাজ জ্ঞানীর কবলে পড়ে -
বাকিরাও করে সাধারণ ভাবে তোমাকে স্মরণ ।
জানে না ! ত্যাগ-বলিদান আত্মবিশ্বাস ছাড়া -
নেতা হতে পারে না ? মানব কল্যাণে তারা ,
তোমার নিঃস্বার্থ ত্যাগও স্বজন ভালোবাসা
উল্টো ! নেতা দ্বারা প্রসারিত চারিদিক হতাশা ।
(২৩-০১-২০২৫)
নেতাজী সুভাষ বসুর জন্ম তারিখ- ২৩ জানুয়ারি ১৮৯৭ ।