আইনস্টাইন তাঁকে দেয় সুযোগ
প্রেসিডেন্ট পদ ,সে ইসরাইল ;
জড়াতে চান নি তিনি, এ- জাল ।
নোবেল বিজয়ী, জ্ঞান ছিল অগাধ –
নিজ জ্ঞানে হন প্রতিভাত
তিনি করেন অস্বীকার !
এ পদ যে আপদ- প্রমাদ ,
রাজমুকুটে রুচি হয় না তাঁর ।
ভরা এ বৈচিত্রময় আশা-আকাঙ্খায়
আদর্শ চাই প্রবুদ্ধের জ্ঞান-ভাবনায় ,
সে মহান বিভূতির কাম -
সুনাম ধ্বজের ছড়ি -
ধুলায় যেত আজ গড়াগড়ি ,
সাথে বৃথা হ’ত তাঁর বিশ্বসুনাম ।
যার অগ্র দূরদর্শিতা রয় স্মরণ
তিনিই হন প্রকৃত বুদ্ধিমান ,
ন্যায় বিচারে সদা যার-আচরণ ;
সদা উঁচু রয় মহানতার মান ।
(১৭-১২-২০২৪)