যারা ত্রিশলক্ষ মৃত্যুর, অলক্ষ্যে -
মুজিব হত্যার প্রকৃত স্বপক্ষে ,
চারিদিকে দৃশ্য ভরা ছত্রছায়ার -
সফলতায় আজ সে রাজাকার !
বাংলাদেশে তার রূপ-চরিত্র একাকার ।

শাসনে, না কোন দূরদর্শিতা -
অজানা দেশ উন্নতির উদ্দেশ্য কথা ,
শুধু মাত্র শেখা ! হিন্দু নিধন -
না ভ্রূক্ষেপ অন্তর-রাষ্ট্রীয় বন্ধন ;
মুজিব হত্যা , বিতাড়িত হাসিনা -
আজ ওদের পূরণ হল বাসনা ।

এখন ধরবে রাষ্ট্রগান -
এতেই নাকি বাড়ছে না মান !
যাঁরা নিরপেক্ষ- হতভম্ব, তটস্থ !
পারছে না বলতে , সব করে সহ্য ।
সেথা অল্পসংখ্যক আজ ভয়ে -
বিশ্ব দেখছে, চেয়ে-চেয়ে ।

(০১-১২-২০২৪)