বাড়াই শুধু ভাবনা
যুদ্ধ-বিগ্রহ দাঙ্গা
কত যে ভাল লাগা
আরো হব নাঙ্গা ,
ঘোলাব শুধু জল
বিবেক যাক রসাতল ।
চল্ ,সবাই হব গাধা
সুখে রব জাদা-জাদা ,
পাছায় পড়বে ছড়ি -
এ কষ্ট সহ্য করি ,
শুনে সে কথা, কাক
প্রভুকে দেব ডাক ,
সুখে তো রব কভু ?
শরণ দেবেন প্রভু ।
অন্ন চিন্তা কী কাম ?
মিলবে গোলকধাম !
লিখে দেব খত্
এটাই সহজ পথ ,
চর্বিতে জীবন হেঁকে
প্রজন্ম থাকবে সুখে ।
(০৮-১২-২০২৪)