আজ বৈজ্ঞানিক যুগ ,
এ দেশ চাঁদ করেছে জয় -
শিক্ষায় দেশ, জ্ঞান-গরিমায় ,
সর্বোচ্ছ প্রশাসন , পদশ্রেষ্ঠ-জন
স্বগৌরবে করেন ভব্য আয়োজন ;
এক ধর্ম কাজে, তারস্বরে -
মূর্তিতে দান করেন জীবন ।

কক্ষনো না স্মরি তাঁকে অবজ্ঞায় ,
সাধু ,যযমান, চিরাচরিত আস্থায় ;
তাঁরা ধ্যানযোগে চিরসুশীল
ধর্মে আগেও থাক আস্থায় লীন ।

কিন্তু প্রশ্ন ওদেরকে নিয়ে
যাঁরা বিজ্ঞ-প্রবীণ ,
জিজ্ঞাসিত বারবার প্রশ্ন অনুক্ষণ -
শুনি জয়কার, তৃতীয় নেত্র দর্শন !

(২৭-০১-২০২৪)
স্মরি > স্মরণ করি ।