একি শুনি, হেরি, আজ চারিদিক
বোমায় থর-থর কাঁপে পৃথিবীর ভিত !
ধরার গতি প্রকৃতি অভিমুখ কোথায় ,
কার এ রক্ত মাখা হাত, পরিচালনায় ?
বুদ্ধি-জ্ঞানে উন্নত ধরা, কেন এ দ্বন্দ্ব ?
এ অসহ্য উৎপাত ভীষণ লাগে মন্দ ।

বিশ্ব যেন ভরা অমানবিক গণবেশ ,
ভালোরা কি ধুয়ে-মুছে শেষ ?
অত্যাচারে সাপও দংশন করে -
মানুষ কি আজ এমনি পথ ধরে ?
পাগলা মন, ন্যায় অন্যায় ভুলে ছাই -
প্রতিটি অপকর্মের নিদান চাই -
প্রযুক্তি- বিজ্ঞানে আজ ধরা উন্নত
তার আজ অবমাননা অধিক যত  
তবে কি শুভঙ্করের ফাঁকি ?
হুশ শূন্য দৃশ্য, সংসারে আজ দেখি !

(০২-১১-২০২৪)