বিশ্বাসের আশ্বাস পেতে সে সাদামন ,
অন্য কিছু নয় শ্রেষ্ঠ জগৎ সাধন ;
একবার শুনলে, দেখলে হয় -
সাদা মনে সব গেঁথে নেয় ।

সাদা কাগজে পড়লে দাগ
মোছে না তার কালির ছাপ !
ধরে প্রাণের বাজি ,
সাদামনে, সাদাকাগজে জীবন খৎ
লিখতে যেন রাজি ।

যা কিছু করার বোঝার সময় ,
সাদা মনেই সব সম্ভব হয় ;
ভরলে কাগজে মসিতে কালোয়
আগে নয় অঙ্কন, ভালয়- ভালয় ।

(১২-০৬-২০২৪)