সরল সাদায় যদি হাবভাব
ধূর্ত বিড়াল সম স্বভাবি গ্রন্থি
ছলবাজের চলে দূরভিসন্ধি ,
কৌশলে চালাক সে উঠায় লাভ ।

এমন কি চতুর প্রিয় শাসক
সাদামন পেয়ে চালায় শোষণ ,
শুনিয়ে-শুনিয়ে ছলনার ভাষণ -
জনতায় সৃষ্টি অশেষ দুর্ভোগ ।

সাদা কাগজের সে প্রেম চিঠি
সাদা মনে মানে না ফষ্টিনষ্টি ,
এ সুযোগে ধূর্ত প্রেমিক
মানে না পাপ, তাপ-শোক ;
সুযোগে, সাদামনের প্রেমিকা পেয়ে
তারে লুটে সর্বস্বান্ত করে, করে ভোগ ।

(১২-০৬-২০২৪)
গ্রন্থি > গাঁট ।