লাভ না হলে ব্যবসা বাড়ে না
সাদার ধাতে এ সব সয় না ;
পারে নিজ সর্বস্ব খোয়াতে
জীবনে যে হয় দুঃখ পোহাতে ।
আয় উন্নতি, অর্থের ভূকম্প
ধূর্ত যতই করুক লম্প-ঝম্প ;
আত্মিক সুখ আনন্দ ধারা -
এক সময় হয় সবই হারা ।
মেঘে ঢাকলেও গোটা সূর্য
সাদা রশ্মি দেখাবেই উৎকর্ষ ।
কষ্ট পেয়েও সাদার হয় জয়
অসীম এক সুখ মনেতে রয় ।
(১৫-০৬-২০২৪)