সাদামন ও সাদাকাগজ
অসম্ভব মিল দু’য়ের মধ্যে আজ ,
কালি বা রং তুলী দিয়ে -
ইচ্ছে মত অঙ্কন চলে সময়ে ।

সাদা কাগজে লিখে- লেখা -
আরো যায় সুন্দর ছবি আঁকা
স্থায়ী ছাপ পড়ে, মরমে দেখা ,
যেন রং-এ-, ঢং-এ,-মধু মাখা ।

সাদামনেও শ্রবণ কালে সদাই
নিত্য নব সত্য ধারায় -
ভরে ওঠে কোমন হৃদয়
মানবতার মানসিকতা যে তাই ।

প্রথম লগ্নের প্রেমের খেলা ,
সাদামন করে অসম্ভব উতলা ।

(৩০-০৫-২০২৪)