ধর্মমানা, কৃচ্ছ্রসাধন, সুশিক্ষিত আজ ,
ঘুরেছে দেশ, চড়েছে উড়োজাহাজ ;
বিশ্বে পরিচিত কত কত কালচার
বুঝলো না ! রং ধনু রং যে—তার ।
ইঁদুর খোঁড়ে গর্ত, জীবন ভর ,
বংশের উত্থানে ঘরে মাতব্বর ;
পেঁচা ভালোবাসে ঘন অন্ধকার
গুপ্তপথে করে আহার শিকার ।
বিশাল নদী বা হয়তো গাং
পাড়ে পাড়ে শোভে রকমারি সং
কাদাখোঁচার সে কি মান !
একই কাজে আগ্রহী মন
কাদা নিয়েই সুখের জীবন
বিভোর ! তারা গায় যে গান ।
(৩১-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,