স্তূফাকৃত আবর্জনা
তার পাশ দিয়ে চলা যায় না ,
বহুতরর এসবের যায় আসে না ;
অন্যায় তারা বুঝতে চায় না ।
জ্ঞাত, মৃত্যু অবধারিত- মূর্ত
কেন ? তাকে নিয়ে চিন্তা অত !
কিছু জন, সার বুঝেও স্বজ্ঞানে
নেকা সাজে অন্তর মনে ।
‘যাবৎ জীবন সুখং জীবেৎ
ঋণং কৃত্বঃ ঘৃতং পিবেৎ’
পাপ পূণ্যের মাপে না মাপ
ভূরি ভোজনে তপ-যপ ।
মানবে মানবে প্রেম,- এসব কী !
নাকে টেনে একটিপ নস্সি
খায় দায়, মুখে রয় হাসি ,
আছে মুক্তির ধাম গয়া-কাশী ।
(১৬-১০-২০২৩)
‘যাবৎ জীবন সুখং জীবেৎ
ঋনং কৃত্বঃ ঘৃতং পিবেৎ’
‘চারবাক দর্শন’ , ঋণ করেও ঘি খাওয়া ভাল ।
“সত্যের বিচার সূক্ষ্ম” > কবি চিত্ত রঞ্জন সরকার (জাগ্রত বিবেক)
সম্মানীয় কবির কাব্যে (১৫-১০-২০২৩)
মুগ্ধ হয়ে, আমার এ কাব্য তাঁকে (তার সম্মানে) আসরে রাখা ।