যে কোন ফাঁক-ফোঁকরে অভাব যদি ঢোকে, একবার ঘরে ,
এ গুরু বাক্য ,সর্বদা সর্ব সমাজে হাতে-নাতে প্রমাণ -পুষ্ট ।
পেয়ে-সার-জল ,শিরা-উপশিরায়, ধমনী, হাড়-মজ্জায়,
রক্ত-চর্মে, ভরে ওঠে বীভৎস ক্ষত !
সাথে ভাবনারাও বেড়ে হয় লক্ষ্যভ্রষ্ট ।
আরো সর্বকালে সর্বস্থলে, দ্বন্দ্বরা দেয় তুল ;
কাড়াকাড়ি জাতে-জাতে, এমনকি স্বজাতে ,
কারণে-অকারণে ,অভাবই যতো নষ্টের মূল ।
সে কালে ঘনঘোর ঝঞ্ঝা রাতে
অভাব, আকাল , টান পড়লে ভাতে ,
চরিত্র নষ্টের প্রমাণ পেলেও হাতেনাতে
স্বভাব, অথৈ জলে ভাসে পায় না কুল !
সততায় কর্ম -
সে দিকে যায় না ধর্ম ,
অন্যায় কাজেই মন থাকে নষ্ট ,
স্বভাব ফেরানো ভারি যে কষ্ট !
যখন যখন দেখা দেবে এ হাবভাব ,
বুঝতে হবে, পচন ধরেছে চরিত্র-স্বভাব !!
(০৬-০৯-২০২৪) )--ভ্যাংকুভার , কানাডা ,