শ্রমিক হওয়া যেন এক অভিশাপ ,
মালিকের কাছে জীবনভর
মাথা নতঃ বাঁচা, চেয়ে চেয়ে মাপ ।
শ্রমিক দেশ-নির্মাণের এক রোবট
তার নিজ অনুভূতি ভাল- মন্দ
সব যেন হয়েছে চৌপট ।
সারা জীবন ক্ষুধার অনলে জ্বলে
তারা গরীব ,ভরা দুঃখ- কপালে ,
তার মঙ্গল তরে ধর্ম বলে ,
তাকে ভালোবাসো সবে মিলে -
এদিকে সর্বনাশ দেখা নানা ছলে ।
আজ নিরাপদ নয় শ্রমিক -মজদূর
তাকে ঘিরে নানা অছিলায় ঘুর-ঘুর
স্বার্থে কত নেয় হাড়ির খবর -
অকারণ সখ্যতা যেন জবর ।
আসলে দুরভিসন্ধীটা অন্য কিছু
লোভীরা পড়ে থাকে তার পিছু ।
(০৭-০১-২০২৫)