এখন সময়টা ডিজিটল যুগ
সাধারণও বিদ্যা ধরে খুব !
কর্মে চালাকি ব্যবহারে মেকি -
জীবনে চারিদিক যেন ফাঁকি ।
মনুষ্যত্ব আদর্শ মূল্যবোধ -
লগিতে পায় না তল সে সুবোধ ;
পারিপ্বার্শিক খলাচার- বিদ্বেষ -
সহজেই রপ্ত করে বসে বেশ ।
হাতে ধরে ফোনের গোলকধাঁধা
সব অপকর্মের পার করে বাঁধা ,
পরিধানে কার যোগাড়,- জামা ?
দায় বহনে নিরীহ - বাবা-মা ;
রকে বসে আড্ডায় মাতে ,
না আফসোস-চিন্তা তা’তে ।
রাজনৈতিক ঘেরাটোপে বন্দী ,
বোঝে না সে কোন ফন্দি
অজান্তে দাসত্বে খত , লিখে -
বাছাধন ! আছে যেন সুখে ।
(২৫-১১-২০২৪)