আজ ০৮-০১-২০১৮-তে আমার কাব্যের কিছুটা সমালোচনা এসেছে । আমি খুবই আনন্দিত ,ধন্য মনে করি কারণ কারও যদি ভাল লাগে তবে খারাপ কাব্য পেলে আলোচনা তো হবেই । এটাই সুপাঠকের পরিচয় , এজন্য তাঁদের কাছে আমি ঋণী, কৃতজ্ঞ । যা- যা বলেছেন তাঁদের বক্তব্য সম্পূর্ণ ঠিক, কোন ভুল নাই । আমি তাঁদেরই হয়ে আর একটু আগে বাড়াই - এটা আমার নিজের মত ব্যক্তিগত - যতক্ষণ না শিশু নিজ বুদ্ধিতে চলতে পারে ততক্ষণ অভিভাবকের কথা শুনে চলা উচিত, কারণ যোগ্য অভিভাবকের অভিজ্ঞতা বেশী ।এখন বাচ্চরা সমাজ পরিবেশ অনুযায়ী সময় দেয় এবং তারা বেশীর ভাগ সময় ঘরের বাহিরে কাটায়, এই সমাজকে অর্থবানরা অধিকার করে বসে আছেন, যদি তাঁদের পুত্র ভিন্ন পথে যায় তবে অর্থজোরে শুধরে নিতে পারবেন । সেখানে গরীব হেরে যাবে । এখানে তার বাবা উদাহরণ দিয়ে বুঝালো এক কাজ যদি না হয় আরো জোরে করতে হয় । (এটা ম্যাসিনে হয়, মানুষে নাও হতে পারে ? তাও ঠিক, তবে একটা উপায় মাত্র- নানা উপায়ের অন্তিম উপায় নয় !) তবে প্রথমে বাচ্চার নীতির বিরুদ্ধ কিছু বলা যাবে না ! এটাও ঠিক না- মনে করি । সুধরানোর অনেক পন্থার মধ্যে ডাটাটা একটা । তবে মাত্রা অনুযায়ী । যাঁদের মন্তব্য এসেছে তাঁদের (এঙ্গেলে) দৃষ্টিকোণে সম্পূর্ণ ঠিক । পুনঃ সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই । ধন্যবাদ
আলোচনাটি ১০১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০১/২০১৮, ১৭:২১ মি: