জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ;
এমতঃ কার্যতঃ দেয় কি নেতা ধ্যান ?
নেতার জপ ; নিজ স্বার্থসিদ্ধির মান ,
জিতেই নেতা হন, মহীয়ান-মহীয়সী ।

না উঁচ্চ গুণধারী না আদর্শ কাম  
মুখে শুধু জপলে হবে, প্রভু-রাম ।
ঘুরে, ছবি তোলা ধর্মের পীঠস্থান
সপ্তকুণ্ড বা গঙ্গায় অবশ্য স্নান -
এ পথে জীবন সার্থক হয়
ভোটে সহজে মেলে জয় ।
পশ্চাৎ দোষ ধুয়ে-মুছে ছুঁমন্তর -
পবিত্র হয় পাপ আস্তরণ- অন্তর ;
দেশ সমস্যার না তার কোন বালাই ,
জীবনে মেলে মালাই আর মালাই ।

দম্ভ,আড়ম্বর, জোচ্চুরি খেলায় -
নেতা সদা ভোট ভেলকি চালায় ।

(২৫-১১-২০২৩)