কাজের হলে কেন মানব না ?
না মানা তো মূর্খামী ;
অকাজের হলে মানা উচিত নয় ,
জানি, মহাদোষ ,ষোল-আনি ।

হেলায় মান্য, সে নয় কাজের
হৃদয় ছোঁয়া চাই ;
আসল বিষয় খেই ছাড়া হলে
জ্ঞানশূন্যতা তাই ।

মেনে ও আবার জীবন গড়ে না
চাতুরী মত লক্ষ্য ,
না মানায় কিছু যায় আসে না
অবজ্ঞা এমনটা সাক্ষ্য ।

জীবন বোধের পাতায় পাতায় -
অমান্যরে করা যায় মাপ ,
তাকে কি কখনো ভোলা যায় ?
যারা হয় আস্তিনের সাপ !

(২৬-০১-২০২৪)
হিন্দী প্রবাদ, আস্তিনের সাপ > ঘরের শত্রু ।