দু’টো দ্রব্য আছে বিষ ও অমৃত
মাঝখানে সবই দোলক ,
দু’টো মেরু আছে পৃথিবীর
মাঝখানে ভূঁ ,- সে গোলক ।

সত্য আর মিথ্যা নিকেট দর্শন
মাঝথানে সবই গোঁজামিল ,
বরফ আর বাষ্প অন্তিম দৃশ্য
মাঝখানে জল, লাল-নীল ।

ধর্মাধর্মে দোদুল্যমান বিচার
অধর্ম পোষণে দানব ,
নয় শুধু ধর্ম আর শুধু- অধর্ম
উভয়ে ধারণে মানব ।

(০৬-০৮-২০২৩)