ফুসফুসে যায় সে জীবনবায়ু,--- তিক্ত
দূষিত যুগ হাওয়ায় ; অশুদ্ধ হয় যে রক্ত ;
বোধে মস্তিষ্ক হ’ল না আজও পরিপক্ক !
আমরা বেহুঁশে হই দলভারীর- ভক্ত ।
বড় বাধা, -দেয়াল; অভেদ্য সত্য জ্ঞান
না বোঝা যা-তা নিয়ে সর্বদা মুষ্টি তান ;
চারিদিকে ভরা দূষিত প্রচার
শোষকের বহু পন্থা হয়েছে আবিস্কার ;
তারা দলেভারী ,কুহেলিকা জ্ঞানে মত্ত ,
প্রচার মাধ্যম দ্বারা সব করা- করায়ত্ত ।
রক্তের দোষে সব সুশিক্ষা হয় জল
আপন তারাও সাজে প্রতিদ্বন্দ্বী খল ,
এ এক মহাবিপদ- লক্ষণ !
যেন পুঁজির জালে আঁটকে পড়া
সুযোগের সব ফল হয় হাতছাড়া ,
আরো জড়াই মরণ ফাঁদে- আজীবন ।
(২৮-১০-২০২৩) (জীবনবায়ু > অক্সিজেন ।)
কাব্য, "হালের খবর" > কবি শরীফ এমদাদ হোসেন, (২৮-১০-২৩) ।
তাঁর কাব্য থেকে প্রেরণা পেয়ে ,তাঁর সম্মানে আমার কাব্য, “অদ্ভূত চিন্তন-৩”
ভাব প্রকাশ । আসরে রাখা ।