ধরায় মানুষ সর্বোচ্চ বুদ্ধিমান
সর্বজ্ঞানসম্পন্ন পোক্ত ইনসান ;
বোধ বেশী হলেই দম্ভে চলেন ,
সরলকে তিনি গাঁধা মনে করেন ।
যে খেটে খায়, নিরীহ প্রাণী ,
তাকে দিয়েই টানায় ঘানি ;
নিংড়ে নেয় রক্ত-অস্থি-মজ্জা ,
তার ভিটেমাটিও করে কব্জা ।
চুলচেরা হিসাব কেহ করে না –
এসব গা-সওয়া, না জল্পনা ।
বোধ, গরীব হয় কর্ম দোষে
খোঁজে না অর্থ আসল মানে ,
জ্ঞানে খবরাখবর নখদর্পণে
হেয় দৃষ্টি, আত্মশ্লাঘা বশে ।
সমাজে ঘটিত কর্ম দৃশ্যে
মান ও হুঁশে, মহত্ত্ব ভুলে
জ্ঞানী, স্বভাবে নানান ছলে
যারেতারে দর্পভরে- প্রকাশ্যে ,
সম্বোধন করে গাঁধা-গাঁধা বলে !
(০৫-১০-২০২৩)