দেশের মুখিয়া তাকে নিয়ে কাব্য লেখা -
বামুন হয়ে ধরা চাঁদ ,
এ কাজে ডাকা নিজ মরণ ফাঁদ !
তবু এ পরিবর্তন দৃশ্য-না অবজ্ঞা-অদেখা ।
বিশ্বমোড়লের কথায় আদা-জল খেয়ে ,
একদা স্বপক্ষে তার গুণ গেয়ে- গেয়ে -
গলায় পড়ে ছালা ,
যখন দেখল নিজ ক্ষতির পালা ;
পায়তারা বদলাল, সাথে চাই চীন !
ওরাই বন্ধু- সহযোগী, ঘুচাবে দুর্দিন ।
বলে বসে, আগের সে হেডমাস্টার
আপসে লড়িয়ে লড়েয় এ দেশ ছারখার ,
এসেছে বোধ ! এ উপমহাদেশে
কাজে আসবে ওরা, ত্রাণদাতা বেশে ।
আগে মোড়লের কথায় বলতে- খল
এখন বলছ ভাল- ঐ সাম্যবাদী দল !
দেশে যাকে পুড়িয়েছো দিয়ে অনল -
নিজকে অবতার বলে, করছ নাতো ছল ?
তোমার আগমন ঐ মোড়ল-হাত ধরে
সহজে বসেছ ময়ূরসিংহাসন ’পরে ,
এখনো বোঝা মুশকিল
তুমি, কোন গগনের চিল !
তবু সুখ্যাতি জানাই, দেরী হলেও ভাল ,
দেশের সর্বাঙ্গিন মঙ্গল কামনায়- চলো ।
(০৯-১১-২০২৪)