অকালে উঠল বড়,--- চিন্তা !
গরুগুলো সব চরতে গেছে মাঠে
রাখালটাও খেয়ে যায় নি-- পান্তা ,
উদ্বিঘ্নে সময় ভয়ে কাটে ।
বুক করে দুরু- দুরু
মূল সম্পদ, ঐ তো গরু !
তাকে না হলে চলে না মোটে ।
শাসন আবার কড়া
খাজনা-পাতির নেই কো ছাড়
বিনা আয়ে যায় না পারা
কেমনে হবে আগে বাড়া !
ছেলেটা সেই অভাবে পড়ে
পরদেশে দেয় পাড়ি
না জানি সে আছে কেমন
স্বজন-পরিজন ছাড়ি ।
যোগাড় হল কি অন্নহাড়ি ?
পর তারা, ভালবাসে কিনা
পায় না তো ক্ষুধার যাতনা ,
কত করেছে সেথায় দেনা ?
হয় নাই আজও তা জানা ।
এত চিন্তা মাথায় করে
সুখে থাকে কি বাপটা ঘরে ?
দু’করে প্রভুরে করি আরাধনা ,
ভাল থাক আমার গরুও ছেলে
প্রভু, তুমিই কর করুণা ।
(১৬-০৮-২০২৪) ভ্যাংকুভার , কানাডা ,