“বাপ বড়া না ভাইয়া
সবছে বড়া রূপাইয়া” ।
আজ দুনিয়ায় কথাটা হাঁড়ে-হাঁড়ে সত্য ,
পয়সায় গড়ে-ভাঙ্গে নীতি, নিত্য-নিত্য ;
পয়সায় শতসহস্র জীবন যুদ্ধে যায় অস্ত
পয়সায় উলট-পালট ,শত্রু মিত্র ।
মাথায় কুবুদ্ধি খেলে বেশি পয়সায় -
আপনও দরকারে পরিবার ছেড়ে যায় ;
নির্বোধও পয়সা পেয়ে জ্ঞান বিলায় ।
বিশ্বে আজ যা চলমান, মৃত্যুর খেলা
সবই পয়সায় দিচ্ছে ঘনঘোর পাল্লা ,
অকর্মে, বোধের ঘরে লাগিয়ে তালা -
সুখে থাকতেও ভোগে অনেক জ্বালা ।
গুপ্তচর ,বিশ্বাস ঘাতক ,দেশদ্রোহী
অসৎ চরিত্র , পয়সায় হয় উৎসাহী ,
ধর্ম হয় অধর্ম , পুণ্য পরিণত পাপে
অধার্মিকের তাড়নে সৎ সে কাঁপে ।
ছল, ক্রোধ-হিংসা, চরিত্র স্খলন ,
পয়সা সে ঘি ঢালে , বৃদ্ধি প্রজ্জ্বলন ।
(০২-১১-২০২৪)