যে পায় সুখের আশ
খুব করে খেলে তাস !
দায়-দায়িত্ব হীন পাণ্ডা -
খায় কোপ্তা, পোলাও,মণ্ডা ।

দিন- দুপুর, রাত
মাঝির টানা দাড়
তবু ফেরে না বরাত ।
দেশের জন্য সেনার তাড়া
কষ্টে, কিষাণের ঘুম কাড়া ।

কার জন্য কে করে সুকর্মাচার ;
ধূর্ত, ছল ,অদ্ভূত তার চল
একই ধারায় বয় অবিকল ,
এক চুলও ছাড়ে না ধর্ম তার ।

(১৩-০৩-২০২৫)