যেমন এক যৌথ পরিবার ,
আজ সেরূপ দুনিয়া সংসার ;
এক দেশ অপর দেশকে -
করে সাহায্য ভালোবেসে
মোড় আসে সুহৃদ সম্পর্কে ;
তবে, স্বার্থ উভয়ের থাকে ।
কখনো বা নানা দৈব ত্রাসে
দরকারে যায় অপরের পাসে ,
সাহয্যে, বিপদে পেয়ে মাফ -
নিজেকে বড়াই পাকসাফ ;
অপরকে ভাবা বেইমান -
যদি হয় এমনি ভাবনা মান !
নিজে নিজকে মানুক - স্থান
কি দিয়ে কখন সে খেল
কেহ দেবে না চোখ- কান
তার একঘরে থাকাটাই ভাল ।
(২১-১১-২০২৪)