নিজেকে নিয়ে, বা গোষ্ঠী- স্বজাতি ,
ধর্ম-কর্ম ধরে শ্রেষ্ঠতায় মাতামাতি -
অশুভফল যদিও হয় শেষ পরিণতি ,
নাৎসী বাহিনীর দেখা সে অধঃগতি ।

মানুষ্য বোধে-ভাষ্যে দৈন্যতা এলে
অহংবোধ, অহিতকর ভাবনা চলে ,
জড়, কুশিক্ষা,লেশহীন পর সম্পর্ক
না শোনা কারো হিতাহিত যুক্তি-তর্ক
না সংযোগ সাক্ষাত; একাঙ্গী বিচার ,
ভরা থাকায় কোনকালে না প্রতিকার ।

বিভেদ পোষক আত্মসন্তুষ্টি হয়ে যারা
গাঢ় পাষাণ নিদ্রায় , জাগে না তারা ।
দিকে দিকে যতো ভরা মাতম ছবি
পদে-পদে আঁচ পান তিনি অনুভবি ।

(০১-১২-২০২৩)
একাঙ্গী > একরোখা, কঠোর নীতি ধারক ।